ফোল্ডার ডিলিট করার সময় “Error 0x80070091 The directory is not empty” এর সমাধান।

অনেক সময় যখন আপনি কোন ফোল্ডার ডিলিট করতে চান তখন Error 0x80070091 The directory is not empty এইরকম একটা Error দেখায় যার কারনে হয়তোবা আপনি ফোল্ডারটি ডিলিট করতে পারছেন না।

হতে পারে সেটা সিস্টেমের কোন ড্রাইভের অথবা পোর্টেবল ড্রাইভের ফোল্ডার যা Rename করেও ডিলিট করা যেতে পারে। কিন্তু তারপরেও যদি ফোল্ডারটি ডিলিট করা সম্ভব না হয় সেক্ষেত্রে নিচে দেখানো উপায়ে ফোল্ডারটি ডিলিট করে নিতে পারেন।

An unexpected error is keeping you from deleting the folder. If you continue to receive this error, you can use the error code to search for help with this problem. Error 0x80070091: The directory is not empty.

The directory is not empty Error 0x80070091
এধরনের সমস্যা দেখা দিলে নিচে দেখানো পদ্ধতি ব্যবহার করে ফোল্ডারটি ডিলিট করতে পারবেন।

উইন্ডোজ Command Prompt/পাওয়ারশেল ব্যবহার করার মাধ্যমেঃ

  • প্রথমে উইন্ডোজ পাওয়ারশেল এডমিনিস্ট্রিটিভ এক্সেস সহ ওপেন করুন।
  • এখানে chkdsk  /f /r C: টাইপ করে Enter চাপুন।

    Opening windows powershell as admin
    উল্লেখ্যঃ যে ড্রাইভে আপনার সমস্যা, উপরে উল্লেখিত কমান্ডের শেষে সেই ড্রাইভ লিখতে হবে।

এই কমান্ডের মানে হচ্ছে /r আপনার উল্লেখিত ড্রাইভে কোন Bad Sector আছে কিনা সেটা খুজে বের করে তথ্য রিকভার করবে এবং /f সেই সমস্যাটিকে সমাধান করার চেষ্টা করবে। আমার ক্ষেত্রে C ড্রাইভে সমস্যা থাকার কারনে আমি C: লিখেছি যা আপনার ক্ষেত্রে ভিন্ন হতে পারে।

Enter দেয়ার পর আপনার কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে রিস্টার্ট হবে। সম্পূর্ণ প্রসেস শেষ হবার পরে যখন কম্পিউটার আবার চালু হবে আশা করছি তখন আপনি ফোল্ডারটি ডিলিট করতে পারবেন।

যদি কোন কারনে না হয় অথবা উপরের পদ্ধতি ব্যবহার করতে না চান সেক্ষত্রে নিচের দেখানো আরেকটি পদ্ধতি ব্যবহার করতে পারেন।

Windows Explorer পুনরায় চালু করার মাধ্যমেঃOpening Task Manager to restart Windows Explorer

  • প্রথমে টাস্কবার এ রাইট ক্লিক করে স্ক্রিনে দেখানোমতে Task Manager ওপেন করুন।
  • সেখান থেকে Processes ট্যাব এর নিচের দিকে স্ক্রল করে Windows Explorer খুজে বের করুন।
  • এরপর Windows Explorer সিলেক্ট করার পর দেখবেন নিচে Restart বাটন আসবে, সেখানে ক্লিক করে বের হয়ে আসুন।

এরপর আশা করছি আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে। যদিওবা কোন কারনে না হয় দয়া করে কমেন্ট করে জানাবেন, আমরা অবশ্যই সমাধান দেয়ার চেষ্টা করবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.